BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

১৬ মাস পর পাবনায় রাষ্ট্রপতির কর্মব্যস্ত দিন অতিবাহিত

১৬ মাস পর পাবনায় রাষ্ট্রপতির কর্মব্যস্ত দিন অতিবাহিত

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৬ মাস পর নিজ জেলা পাবনায় কর্মব্যস্ত দিন অতিবাহিত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকা থেকে পাবনা স্টেডিয়ামে পৌঁছান।

এ সময় রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম উদ্দিন, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাজাহান, পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে ৯টা ৪৫ মিনিটে সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন।

রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে হেলিপ্যাডে আরও উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী পাবনা- ৫ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক পাবনা- ৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমানসহ পাবনা প্রেসক্লাব সদস্যবৃন্দ।

এরপর বেলঅ পৌনে ১টায় পাবনা সদরের আরিফপুর কবরস্থানে মা-বাবা, শশুর শাশাশুরি ও নিক আতœীয় স্বজনের কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি। পরে তিনি আরিফপুর কবরস্থান মসজিদে জোহরের নামাজ আদায় করেন এবং এতিমদের মধ্যে খাবার বিতরণ করেন।

তারপর বিকেলে পাবনা শহরের কালাচাঁদপাড়ার জুবলীট্যাঙ্ক এলাকার নিজ বাড়িতে যান। সেখানে সন্ধ্যা পর্যন্ত আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন ও নিরব সময় কাটান। এরপর রাত ৮টায় সার্কিট হাউজে তিনি পাবনা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে একান্তে সময় কাটান। পরে সার্কিট হাউজে রাত্রিযাপন করেন।

৯ই নভেম্বর রোববার সকাল ১০টা ৪৫ মিনিটে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। ১১টায় পাবনা স্টেডিয়ামে হেলিপ্যাড থেকে বঙ্গভবনে ফিরে যাবেন।

২০২৩ সালের ২৪ এপ্রিল ২২ তম রাষ্ট্রপতি হিসেবে দাায়িত্ব গ্রহণের পর ওই বছরে ১৫ মে পাবনায় প্রথম সফরে আসেন তিনি। সবমিলিয়ে তিনি চারবার পাবনা সফর করেছেন। এটি তার পঞ্চম সফর।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কৌশলে চালককে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই করেন তাঁরা একটি সেফটি পিনের দাম ৯৫ হাজার টাকা যে কারণে বেশি বয়সী পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান সুইনি আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : মিনু কলেজের মেয়েরা তো প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায় : রাভিনা জনস্বাস্থ্য সুরক্ষায় প্রতিরোধমূলক চিকিৎসা উন্নয়ন জরুরি : স্বাস্থ্য উপদেষ্টা এখন দেশে জনগণের নির্বাচিত সরকার জরুরী : মিলন বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা রাজশাহী মহিলা টিটিসি, ড.আসিফ নজরুল রাজশাহীর মতিহারে ঘরে ঢুকে টাকা চুরি! চিনে ফেলায় যুবককে রড দিয়ে পিটিয়ে জখম শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা : গণশিক্ষা উপদেষ্টা