১৬ বছর পর ইউরোর শেষ আটে তুরস্ক

 

বিটিসি স্পোর্টস ডেস্ক: মেরিহ দেমিরালের জোড়া গোলে অস্ট্রিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে তুরস্ক। এ জয়ে দীর্ঘ ১৬ বছর পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে উঠল দলটি।
মঙ্গলবার রাতে লাইপজিগে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথম ৩০ সেকেন্ডেই প্রতিপক্ষের আক্রমণের চেষ্টা রুখে দিয়ে পাল্টা আক্রমণে ওঠে তুরস্ক। আদায় করে নেয় কর্নার। ওই কর্নার থেকেই ৫৮ সেকেন্ডের মাথায় এগিয়ে যায় তারা।
এরপর বিরতির পর প্রতিপক্ষের চাপের মুখেই পাল্টা আক্রমণে একটি কর্নার পায় তুরস্ক। ৫৯তম মিনিটে এই কর্নার থেকেই ব্যবধান দ্বিগুণ করে তারা। রিয়াল মাদ্রিদের তরুণ মিডফিল্ডার গিলেরের কর্নারে দুই ডিফেন্ডারের মাঝে সবার ওপরে লাফিয়ে হেডে দ্বিতীয় গোলটি করেন দেমিরাল।
তবে প্রথম পর্বে দারুণ পারফরম্যান্সে পোল্যান্ড ও নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ সেরা হওয়া অস্ট্রিয়া এবার পাল্টা জবাব দিতে দেরি করেনি। কর্নারে সতীর্থের হেড পাস ছয় গজ বক্সে পেয়ে নিখুঁত টোকায় ব্যবধান কমান ফরোয়ার্ড মিখায়েল। তবে আর কোনো গোল করতে না পারায় তুরস্ক শেষ বাঁশির পর উদযাপনে মাতে।
আগামী শনিবার বার্লিনে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তুরস্ক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.