১৫ দফা দাবীতে নাটোরে চলছে পণ্যবাহী গাড়ীর কর্মবিরতি

নাটোর প্রতিনিধি: ১৫দফা দাবীতে সারা দেশে ডাকা ৭২ঘন্টার পণ্যবাহী গাড়ীর (ট্রাক,ট্যাংকলরী ও কভার্ড ভ্যান)
কর্মবিরতি চলছে উত্তরের জেলা নাটোরেও।
আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে জেলায় এই কর্মবিরতি শুরু হয়। কর্মবিরতি চলাকালীন সময়ে নাটোর থেকে কোন পণ্য পরিবহন গাড়ী ছেড়ে যায়নি। এছাড়াও জেলার কোন সড়কেই কোন গাড়ী চলাচল করতে দেখা যায়নি।
ট্রাক,ট্যাংকলরী ও কভার্ড ভ্যান মালিক সমিতির নাটোর জেলা শাখার সভাপতি আনিসুর রহমান বিটিসি নিউজকে জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত পালন করতে অন্য জেলার সাথে নাটোর জেলাও সম্মতি দিয়েছে। এরফলে আজ থেকে শুরু হওয়া ৭২ ঘন্টার কর্মবিরতি তারা যথাযথ ভাবে পালন করবেন।
তারা নিজেরাও কোন পন্য পরিবহন করবেন না অন্য কোন জেলা থেকে কোন ধরনের পন্যবাহী গাড়ী তাারা চলাচল করতেও দিবেন না। তবে সকালে কিছু পণ্যবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে।
এ ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে হঠাৎ করে এই কর্ম বিরতি ডাকায় তারা পণ্য নামিয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছেন। এজন্যই কিছু ট্রাক রাস্তায় চলাচল করতে দেখা গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.