১৫ আগষ্টের কর্মসুচি পালনে জলঢাকা রনক্ষেত্র!

জলঢাকা প্রতিনিধিঃ  নীলফামারীর জলঢাকায় আজ বৃহস্পতিবার সকালে ১৫ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ টিআর সেল নিক্ষেপ করে।

সংঘর্ষ চলাকালিন থানা পুলিশের এসআই মামুন ঘটনাস্থলেই গুরুত্বর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করে।

অপরজন আওয়ামী সমর্থক পঞ্চু নয়ন দাস (৩৮) ঘটনাস্থলে আহত হয়েছেন তিনি বর্তমানে চিকিৎসাধীন আছে। জানা গেছে, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি আ’লীগের দুই গ্রুপ পৃথক পৃথক ভাবে কর্মসুচি পালন করে।

একপর্যায়ে উপজেলা আ’লীগের সভাপতি আনছার আলী মিন্টু সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফার কর্মসুচি বঙ্গবন্ধু চত্তরে গিয়ে প্রশাসনকে বলেন, আ’মীলীগের কর্মসুচি একটাই হবে। এ নিয়ে দুপক্ষের মধ্যে সৃষ্টি হয় বাগ বিতন্ডা। চলে ধাওয়া পাল্টা ধাওয়ারও ঘটনা।

পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন হলে দু-পক্ষকে ছত্রভঙ্গ করে দেন ও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) রুহুল আমিন। এসময় আ’লীগের সভাপতি,সম্পাদক পুলিশ বেষ্টুনির মধ্যদিয়ে স্থানীয় জিড়ো পয়েন্ট মোড়ে বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে বক্তব্যে প্রধান আলোচন ছিলেন ব্যরিস্ট্রার তুরিন আফরোজ।পরে অপর পক্ষটিও বঙ্গবন্ধু চত্তরে সমাবেশ করেছে।

এ বিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিটিসি নিউজকে বলেন, টিআর গ্যাসের মাধ্যমে পরিস্থিতি  নিয়ন্ত্রণে এনেছি। ও আমাদের পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.