১৪ বছর’র কিশোরীকে বিয়ে করে ‘মহাবিপদে’ পাক এমপি

(১৪ বছর’র কিশোরীকে বিয়ে করে ‘মহাবিপদে’ পাক এমপি–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ১৪ বছর বয়সী এক কিশোরীকে বিয়ে করে সমালোচনা ও আইনের প্যাচে পড়েছেন পাকিস্তানি এক সংসদ সদস্য। ইতিমধ্যে দেশটির পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে।
জানা যায়, বেলুচিস্তানের সংসদ সদস্য মাওলানা সালাউদ্দিন আইয়ুবির বিরুদ্ধে উত্তর খাইবার পাখতুনখোয়ার চিত্রালের অপ্রাপ্ত বয়স্ক এক মেয়েকে বিয়ে করার অভিযোগ উঠেছে।
আইয়ুবি জামিয়াত উলেমা-ই-ইসলাম (জেইউআই-ফে) নেতা, যিনি ২০১৮ সালে পাকিস্তানের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, চিত্রালের নারীদের নিয়ে কাজ করা এক এনজিও’র অভিযোগের ভিত্তিতে আইয়ুবির বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে বিয়ের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এছাড়া এমন ঘটনা প্রকাশ্যে আসার পর দেশটির সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে।
প্রতিবেদনে অপ্রাপ্ত বয়স্ক ওই কিশোরীর নাম প্রকাশ করা হয় নি। বলা হয়েছে, ঐ কিশোরী চিত্রালের দারুশ এলাকার বাসিন্দা, যিনি ২০০৬ সালে জন্মগ্রহণ করেন এবং নবম শ্রেণির শিক্ষার্থী।
পাকিস্তানের আইন অনুযায়ী দেশটিতে ১৬ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়া আইনত অপরাধ। এছাড়া কোন বাবা মা যদি ইচ্ছাকৃতভাবে এক কাজ করে তাদেরও শাস্তির মুখে পড়তে হবে।
এদিকে এই বিষয়ে এখন পর্যন্ত ঐ এমপির কোন মন্তব্য পাওয়া যায়নি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.