১৪ আগস্টকে ‌‘দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস’ ঘোষণা মোদির

(১৪ আগস্টকে ‌‘দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস’ ঘোষণা মোদির–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আগামীকাল রবিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস। এর আগের দিনকে অর্থাৎ ১৪ আগস্টকে নয়া এক দিবস হিসেবে ঘোষণা করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটে তিনি এই দিবসের নাম দিয়েছেন ‌‘দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস’
টুইট করে মোদি লেখেন, ‘দেশভাগের বেদনা ভোলা যায় না। কয়েক লাখ ভাই-বোন এই সময় নিজেদের ঘর ছাড়া হয়েছিলেন। অনেকেই নিজেদের জীবন হারিয়েছিলেন অযাচিত ঘৃণার কারণে। আমাদের দেশের সেই নাগরিকদের লড়াইকে স্মরণ করে এবার থেকে ১৪ আগস্টকে ‌দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস হিসেবে চিহ্নিত হবে।’
তিনি আরও লেখেন, ‘#PartitionHorrorsRemembranceDay যেন আমাদের সেসব স্মৃতি মনে রাখতে সাহায্য করে। সামাজিক বিভাজন, সামাজিক সম্প্রীতি, বিভেদ দূর করে ঐক্য এবং মানুষের ক্ষমতায়নের মনোভাবকে আরও শক্তিশালী করতে সাহায্য করে।’
এদিকে, ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ বছর উপলক্ষে তেরঙ্গা যাত্রা করার পরিকল্পনা করেছে ক্ষমতাসীন বিজেপি। ১৫, ১৬ ও ১৭ আগস্ট তেরঙ্গা যাত্রা করবে দলটির নেতাকর্মীরা। অন্যদিকে, আবার ১৭ আগস্ট থেকে শহিদ সম্মান যাত্রা কর্মসূচি পালন করবে দলটি। বিশ্লেষকদের মতে, স্বাধীনতা দিবস উপলক্ষে তেরঙ্গা যাত্রার মধ্যে দিয়ে দেশপ্রেমের আবেগকে হাতিয়ার করে জনসংযোগ বাড়াতে চাইছে নরেন্দ্র মোদির দল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.