পিআইডি প্রতিবেদক: ৪৯তম বিশ্ব মান দিবস উদ্যাপন উপলক্ষে ১৪ অক্টোবর-২০১৮ আগামীকাল রবিবার সকাল ১১টায় রাজশাহী মহানগরীর নানকিং চাইনিজ রেস্তোরার দরবার হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য বিষয় International Standards and the Fourth Industrial Revolution অর্থাৎ “চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মান”। দিবসটি উদ্যাপন উপলক্ষে বিএসটিআই, রাজশাহী এর উদ্যোগে ১৪ অক্টোবর-২০১৮ বিকালে বাংলাদেশ বেতার, রাজশাহী কেন্দ্র হতে প্রতিপাদ্য বিষয়ে কথিকা প্রচারিত হবে। রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশ্ব মান দিবসের শ্লে¬াগান সম্বলিত ব্যানার ও পোষ্টার টানানো হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলায় এ দিবসটি উদ্যাপনের অনুরোধ জানিয়ে বিশ্ব মান দিবসের পোষ্টার ও Message জেলা প্রশাসকগণ বরাবর প্রেরণ করা হয়েছে।
আলোচনা সভায় রাজশাহী বিভাগের (যুগ্মসচিব),অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকীর হোসেন ( (উন্নয়ন ও আইসিটি), প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মোঃ মনিরুজ্জামান, রুয়েট ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, ড. মোঃ মোশাররফ হোসেন বিশেষজ্ঞ, বিএসটিআই আঞ্চলিক পরিচালক মোঃ তাহের জামিলসহ অনুষ্ঠানে রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলার শিল্প ও বণিক সমিতি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।( প্রেস বিজ্ঞপ্তি )#
Comments are closed, but trackbacks and pingbacks are open.