১০ বছরের জন্য অযোগ্য ঘোষণা: তোশাখানা মামলা, ইমরান-বুশরা বিবির ১৪ বছরের কারাদণ্ড

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের আইনি সমস্যা বেড়েই চলেছে। কারণ বুধবার একটি জবাবদিহি আদালত তোশাখানা মামলায় সাবেক প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে।
তোষাখানা মামলা কী
এর আগে মঙ্গলবার অপর একটি আদালতে ইমরানের ১০ বছরের সাজা দেওয়া হয়।
আদিয়ালা কারাগারে অনুষ্ঠিত আগের শুনানির সময় আদালত ৩৪২ ধারায় বুশরা বিবির বক্তব্য রেকর্ড করেছিল। তবে ইমরান খান আদালতকে বলেছেন, তার স্ত্রীর সাথে এই মামলার কোনো সম্পর্ক নেই এবং তাকে জোর করে টেনে এনে অপমান করা হচ্ছে।
তোশাখানা কী, যে মামলায় উত্তাল পাকিস্তান
আজ বুধবার শুনানির শুরুতে বিচারক বশির খান তাকে সাবেক প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন যে, তিনি তার বক্তব্য রেকর্ড করেছেন কি না। এ বিষয়ে পিটিআই চেয়ারম্যান বলেন, তার আইনজীবীরা এলে তিনি তার বক্তব্য জমা দেবেন।
পিটিআই প্রতিষ্ঠাতা বলেছেন, ‘আমি প্রতারিত হয়েছি, কারণ শুধু শুনানির জন্য আমার উপস্থিতি নিশ্চিত করতে আমাকে ডাকা হয়েছিল।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.