বিটিসি স্পোর্টস ডেস্ক: গোলরক্ষকের দুর্বলতায় পিছিয়ে পড়া পিএসজি বিরতির পর খেল আরও বড় ধাক্কা। লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন উসমান দেম্বেলে। আক্রমণভাগের সেরা খেলোয়াড়কে হারিয়ে, একজন কম নিয়ে আর পেরে উঠল না ফরাসি চ্যাম্পিয়নরা। হাইভোল্টেজ ম্যাচটি জিতে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের উপরের দিকে অবস্থান কিছুটা মজবুত করল বায়ার্ন মিউনিখ।
আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে ১-০ গোলে জিতেছে জার্মান জায়ান্টরা। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন কিম মিন-জে।
নিজ নিজ ঘরোয়া লিগে দুই দলই অপরাজেয় পথচলা ধরে রেখেছে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে কারোর পথচলাই ঠিক সুখকর হচ্ছে না। এখানে জিতে বায়ার্ন অবশ্য সাফল্যের পাল্লা ভারি করতে পারল, বিপরীতে পিএসজির হতাশাময় যাত্রা আরও দীর্ঘ হলো।
পাঁচ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে উঠেছে ভিনসেন্ট কোম্পানির দল বায়ার্ন। তৃতীয় হারের স্বাদ পাওয়া পিএসজি একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে নেমে গেছে ২৬ নম্বরে।
প্রথমার্ধে বেশিরভাগ সময় বল দখলে রাখা বায়ার্ন আক্রমণেও আধিপত্য করে। প্রথম পরিষ্কার সুযোগ পায় তারাই। সপ্তম মিনিটে কাছ থেকে জামাল মুসিয়ালার শট ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক।
১০ জনের দল নিয়ে আর সেভাবে লড়াই করতে পারেনি পিএসজি। প্রবল চাপ তৈরি করে বায়ার্ন। ৭৪তম মিনিটে মুসিয়ালার একটি শট গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগে।
শেষ দিকে কিছুটা মরিয়া হয়ে উঠতে দেখা যায় পিএসজিকে। বায়ার্নও রক্ষণে মনোযোগ দেয়। তাই কয়েক মিনিট স্বাগতিকদের বক্সের আশেপাশে বল থাকলেও স্কোরলাইনে পরিবর্তন আসার মতো তেমন কিছুই হয়নি।
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে এই নিয়ে টানা চার ম্যাচে হারল পিএসজি। এই চার ম্যাচের একটিতেও জালের দেখা পায়নি তারা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.