১০০ টাকার নিচে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা আপাতত নেই : বাণিজ্যমন্ত্রী

রংপুর ব্যুরো: চলতি মাসের শেষের দিকে দেশের উৎপাদিত পেঁয়াজ বাজারে আসার আগে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ শুক্রবার (৮ নভেম্বর) সকালে রংপুর নগরীর হোটেলে ইটভাটা মালিকদের বার্ষিক সাধারণ সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন,  ‘এরপরও আমরা চেষ্টা করছি। তবে পেঁয়াজ ১০০ টাকার নিচে পাওয়ার সম্ভাবনা আপাতত নেই।’

ভারত থেকে পেঁয়াজ আমদানি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ভারতে পেঁয়াজের দাম বেড়ে গেছে। সেখানেই পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে কিনতে হবে। আমাদের দেশে আসার পর তা ১০০ টাকা দর পড়ে যাবে। ফলে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে আপাতত লাভ নেই।’

মিসর থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আসার কথা জানিয়ে টিপু মুনশি বলেন, ‘মিসর থেকে পেঁয়াজ আনলে দাম একটু কমতে পারে। এছাড়াও পেঁয়াজের বাজার মনিটরিং করার জন্য মন্ত্রণালয়ে একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.