হোয়াইটওয়াশের পর র‍্যাংকিংয়েও ২ ধাপ পেছালো বাংলাদেশ

বিটিসি স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে পরাজয়ের পর আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও দুই ধাপ অবনমন ঘটেছে বাংলাদেশের। ৩ রেটিং পয়েন্ট হারিয়ে বাংলাদেশের অবস্থান এখন দশম।
আফগানিস্তান জিম্বাবুয়েকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার আগ পর্যন্ত বাংলাদেশ ছিল র‍্যাংকিংয়ের অষ্টম স্থানে। রশিদ-নবীরা সিরিজ জয়ে বাংলাদেশকে আটে ঠেলে সপ্তম স্থান লাভ করেন।
র‍্যাংকিংয়ের সপ্তম স্থানে থেকে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। সিরিজ শেষে বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২৬, সিরিজ শুরুর আগে যা ছিল ২২৯। এতে বাংলাদেশকে টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।
এর মধ্যে আফগানিস্তানের রেটিং পয়েন্ট ২৩০ এবং ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ২২৮। ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ মোটেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। ফলে শোচনীয়ভাবে হারতে হয়েছে তিনটি ম্যাচেই। এর নেতিবাচক প্রভাব পড়ল র‍্যাংকিংয়ে।
২৫১ রেটিং নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে ষষ্ঠ স্থানে। অস্ট্রেলিয়ার পর বাংলাদেশকে হারানো কিউইরা পঞ্চম স্থানে ২৫৫ পয়েন্ট নিয়ে। এছাড়া ২৭২ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড শীর্ষে, ২৭০ পয়েন্ট নিয়ে ভারত দ্বিতীয় স্থানে, ২৬৭ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে এবং ২৬০ পয়েন্ট নিয়ে পাকিস্তান চতুর্থ স্থানে অবস্থান করছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.