হোম কোয়ারান্টাইনে থাকা ব্যক্তিদের বাড়ি বাড়ি ইউএনও


নাটোর প্রতিনিধি: করোনা ভাইরাস সচেতনতায় বিদেশ থেকে আগত হোম কোয়ারান্টাইনে থাকা ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে সচেতন ও পরামর্শ প্রদান করেছেন নাটোরের গুরুদাসপুরের ইউএনও মোঃ তমাল হোসেন।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিদেশ ফেরত মোট ১০ জন লোকের বাড়িতে গিয়ে ওই কার্যক্রম পরিচালনা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মেজবাউল সেতু, ধারাবারিষা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনসহ প্রমুখ।

ইউএনও মোঃ তমাল হোসেন হোম কোয়ারান্টাইনে থাকা ব্যক্তিদের উদ্দ্যেশ্যে বলেন, আপনারা আলাদা একটি রুমে থাকবেন। স্বর্দি, কাশি, জ্বর বা অন্য কোন সমস্যা হলে বাসা থেকে না বের হয়ে আমাদের কন্ট্রলরুম নম্বরে ফোন করবেন। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। কখনই পরিবার বা বাহিরের লোকজনের সাথে মেলামেশা করবেন না। কমপক্ষে ১৪ দিন আপনারা হোম কোয়ারান্টাইনে থাকুন। নিজেও নিরাপদ থাকুন অন্যকেও নিরাপদ রাখুন। আইন অমান্য করে যে ব্যক্তি হোম কোয়ারান্টাইন থেকে বের হয়ে ঘোরাফেরা করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.