হোটেলে অসামাজিক কার্যকলাপের দায়ে ৯ নারীসহ ২ পুরুষ আটক
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে আপত্তিকর অবস্থায় ৯ নারী ও ২ পুরুষকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের শেখ রাসেল শিশু পার্ক সংলগ্ন হোটেল হ্যাভেন থেকে তাদের আটক করা হয়।
পরে তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদুর রহমান। তাদের মধ্যে ৯ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদুর রহমান বিটিসি নিউজকে জানান, অসামাজিক কার্যকলাপের দায়ে ৯ নারী ও ২ পুরুষকে আটক করে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.