হেরে ফাইনালে ওঠার অপেক্ষা বাড়ল সাকিব-লিটনদের

বিটিসি স্পোর্টস ডেস্ক: লংকান প্রিমিয়ার লিগের শীর্ষ ২ দল ডাম্বুলা অরা ও গলে টাইটাস আজ বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল প্রথম কোয়ালিফায়ারে। ম্যাচে সাকিব আল হাসান-লিটন দাসদের গলকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে গেল ডাম্বুলা।
আগামী শনিবার এলিমিনেটর জেতা দলের বিপক্ষে খেলবে গল। সেই ম্যাচ জিতে ফাইনালে ওঠার সুযোগ থাকবে সাকিব-লিটনদের।
গলের গুরুত্বপূর্ণ এই ম্যাচে এদিন ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন লিটন দাস। গত মঙ্গলবার প্রথম ম্যাচে খেলতে নেমে মাত্র ১ রানেই আউট হয়েছিলেন তিনি। আজ বাউন্ডারি দিয়ে রানের খাতা খুললেও মাত্র ৮ রান করে বিদায় নিয়েছেন তিনি। এদিন ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি সাকিবও। তবে সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। ১৭ বলে ৩টি চারের মাধ্যমে ১৯ রান করে ধরেছেন প্যাভিলিয়নের পথ।
ডাম্বুলার বিপক্ষে এদিন টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৪৬ রান করে গল। গলের রান দেড়শর কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব ওপেনার লাসিথ ক্রুসপুলের। অন্য প্রান্ত কোনো ব্যাটারই যখন ২০ রান ছুঁতে পারেননি, সেখানে একাই ৮০ রান করেছেন ক্রুসপুল।
ডাম্বুলার হয়ে ৩ ওভারে ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার হেইডেন কের। ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন আফগান লেগ স্পিনার নুর আহমেদ।
১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ডাম্বুলা প্রথম উইকেট হারায় সাকিব-লিটন যুগলবন্দীতে। ৩৩ রানের মাথায় সাকিবের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আভিস্কা ফার্নান্দো। দ্বিতীয় উইকেট হারায় ৬৪ রানে। তৃতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন কুশল মেন্ডিস ও কুশল পেরেরা। ১৩৩ রানে মেন্ডিসের বিদায়ের পর ১৪৬ রানে পেরেরা আউট হলেও জয় তুলে নিতে কোনো বেগ পেতে হয়নি ডাম্বুলাকে।
বল হাতে এদিনও যথারীতি বেশ কিপটে ছিলেন সাকিব। প্রথম ওভারে ৪ রান দেওয়ার পর পাওয়ার প্লের শেষ ওভারে ব্যক্তিগত দ্বিতীয় ওভারে ৮ রান দেন তিনি। তৃতীয় ওভারে ৯ রান দেওয়ার পর শেষ ওভারে মাত্র ২ রান দেন সাকিব। ম্যাচে তার বোলিং ফিগার ৪-০-২৩-১। গলের হয়ে অন্য তিনটি উইকেট নেন দাসুন শানাকা, সেক্কুগে প্রসন্ন ও তাবরিজ শামসি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.