হীরা যত কাটা হয়, তত বেশি উজ্জ্বল হয় : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি: সংগৃহীত

ঢাকা প্রতিনিধি:  আজ সোমবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আ: লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বাংলাদেশ আ: লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আ: লীগের ওপর অনেক আঘাত এসেছে। আ: লীগের ওপর যত বেশি আঘাত এসেছে, দলটি তত বেশি শক্তিশালী হয়েছে ।

আ: লীগকে হীরার সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,  হীরা যত কাটা হয়, তত বেশি উজ্জ্বল হয়। একইভাবে প্রতিষ্ঠার পর থেকেই আ: লীগের ওপর অনেক আঘাত এসেছে। আ: লীগের ওপর যত বেশি আঘাত এসেছে, আ: লীগ তত বেশি শক্তিশালী হয়েছে। ‘

আ: লীগের শিকড় এমনভাবে গ্রথিত, যা কেউ চাইলেও উচ্ছেদ করতে পারবে না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

আ: লীগকে প্রাচীন দল উল্লেখ করে দলটির সভাপতি বলেন, উপমহাদেশের প্রাচীন দলগুলোর মধ্যে বাংলাশে আ: লীগ অন্যতম। অনেক বাধার মধ্যেও এই দলটি উজ্জ্বলতর অবস্থানে আছে। দলের নেতৃবৃন্দরা প্রমাণ করেছে কোনো বাধাই এই দলটিকে কিছু করতে পারবে না। শুধু পাকিস্তান আমলে নয়, স্বাধীন বাংলাদেশেও এই দলের নেতৃবৃন্দের ওপর হামলা করা হয়েছে। অনেক নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। তবুও এই দল শেষ হয়ে যায়নি। ’

প্রতিষ্ঠার পর থেকেই দলটির ওপর অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে বলেও জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই পাকিস্তানিরা আ: লীগের নেতাকর্মীর ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়লে জানা যায়, আমাদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক, তিনি অত্যাচার-নির্যাতনে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় কোথায় কোথায় আ: লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি আছে, তা খুঁজে খুঁজে পুড়িয়ে দেওয়া হয়। স্বাধীনতার পরও অত্যাচার-নির্যাতন থেমে থাকেনি। ১৯৭৫-এ জাতির পিতাকে হত্যার পর আবারও আ: লীগের নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন নেমে আসে। তবে শত অত্যাচার-নির্যাতনেও আওয়ামী লীগ কখনো ভেঙে পড়েনি। ’

সভায় আরও বক্তব্য দেন- অধ্যাপক মুনতাসির মামুন, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর দক্ষিণ আ: লীগের সভাপতি আবুল হাসনাত ও উত্তরের সভাপতি এ কে এম রহমত উল্লাহ প্রমুখ।

এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  যৌথভাবে সভা পরিচালনা করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.