হিলি সীমান্ত থেকে ২৭ লক্ষ টাকার স্বর্ণের বারসহ আটক-১

দিনাজপুর প্রতিনিধি: ভারতে পাচারকালে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে ৪টি স্বর্ণের বারসহ নজরুল ইসলাম (৫০) নামে ১ জনকে আটক করেছে বিজিবি। আটককৃত নজরুল উপজেলার রায়ভাগ (হাড়ীপুকুর) গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।
গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে হাড়ীপুকুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে ভারতে স্বর্ণ পাচার করা হচ্ছে খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্তের হাড়ীপুকুর এলাকায় অবস্থান নেয়। এসময় নজরুল ইসলাম মোটরসাইকেল নিয়ে টহলদলের কাছাকাছি এলে তাকে থামানোর সংকেত দেওয়া হলে নজরুল মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বিজিবি সদস্যরা নজরুলকে আটক করে ক্যাম্পের নিয়ে আসে। পরে তার মোটরসাইকেলের হেডলাইটের ভিতরে অভিনব কায়দায় রাখা ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৪০ ভরি। আনুমানিক মূল্য ২৭ লক্ষ টাকা। এসময় তার ১টি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
নায়েব সুবেদার নজরুল ইসলাম আরও বিটিসি নিউজকে জানান, উদ্ধার করা স্বর্ণ, মোটরসাইকেল হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হবে। এ ব্যাপারে তার বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা করা হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মোঃ ইয়ামিন সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.