হিলিতে মেয়ের বাল্যবিয়ে দিতে গিয়ে কারাগারে মা, সঙ্গে বরও

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে বাল্যবিয়ের অভিযোগে বরকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও কনের মাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (০৯ অক্টোবর) দুপুরে উপজেলার খট্টামাধবপাড়া হরিকৃষ্টপুর এলাকায় বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন: বিরামপুর উপজেলার মুন্সিপাড়ার গ্রামের আ. ছবুরের ছেলে মো. নাহিদ (২২) ও হাকিমপুরে খট্টামাধবপাড়া হরেকৃষ্টপুর গ্রামের রশিদুল ইসলামের স্ত্রী নাজনীন নাহার (৩৫)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর এ আলম বিটিসি নিউজকে বলেন, ‘খট্টামাধবপাড়া ইউনিয়নে বাল্যবিয়ে দেওয়া হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশসহ ভ্রাম্যমাণ আদালতের একটি টিম ওই বিয়ে বাড়িতে অভিযান চালায়। অভিযান চলাকালে অন্যরা পালিয়ে গেলেও বর ও কনের মাকে আটক করে তাদের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে সমাজের প্রতিটি নাগরিকদের উদ্বুদ্ধ করতে হবে। তবেই বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব হবে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মোঃ ইয়ামিন সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.