হেরোইন ও ইয়াবাসহ নারী গ্রেপ্তার নাটোরে

বিটিসি নিউজ ডেস্ক : ১০০ ইয়াবা ও ৫ গ্রাম হিরোইনসহ এক নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে নাটোরের সিংড়ায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে সিংড়া পৌর শহরের সরকার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিংড়া থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে গোপন খবরের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক আলমগীর পাশার নেতৃত্বে পৌর শহরের সরকার পাড়া মহল্লায় অভিযান চালানো হয়। এসময় সিরাজুল ইসলামের স্ত্রী খাইরুননেছা ওরফে বুড়িকে ১০০ ইয়াবা ও ৫ গ্রাম হিরোইনসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সিংড়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত নেয়ামুল আলম বলেন, গ্রেপ্তারকৃত খাইরুননেছার বিরুদ্ধে সিংড়া থানায় একটি মাদক মামলা হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.