হিমাচল প্রদেশে প্রকৃতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে

(হিমাচল প্রদেশে প্রকৃতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে–ছবি: প্রতিনিধির)
বিশেষ (ভারত) প্রতিনিধি: হিমাচল প্রদেশে প্রকৃতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। হড়পা বান, একের পর এক ধস নামছে পাহাড়ে। গত এক মাসে একাধিক প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে হিমাচল প্রদেশে। ফের নামল ধস।
হিমাচল প্রদেশেক কুন্নুরে সিমলা হাইওয়েতে ভয়াবহ ধস নেমেছে। ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন হিমাচল প্রদেশের রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাস ৪০ জন যাত্রী নিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। গোটা বাসটাই চাপা পড়ে গিয়েছে ধসে। একাধিক ব্যক্তির মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ ধস নামে বলে জানিয়েছেন তিনি। উদ্ধারকাজে আইটিবিপির জওয়ানরা হাত লাগিয়েছে।
উত্তর প্রদেশেক মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রশাসনকে উদ্ধার কাজে হাত লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। এনডিআরএফের একটি দলও সেখানে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
৪০ জন যাত্রীর মধ্যে কতজনকে জীবীত অবস্থায় উদ্ধার করা যাবে তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। ভয়ঙ্কর ধসে গোটা রাস্তার একাংশ প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আইটিবিিপ জওয়ানরা সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন। তাঁদের পাঠানো ছবিতে দেখা গিয়েছে প্রায় গুঁড়িয়ে যাওয়ার অবস্থা হয়েছে বাসটির।
বিশাল বিশাল পাথরের ধাক্কায় একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে বাস। হিমাচল প্রদেশ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস সেটি। কয়েকদিন আগেও কুন্নুরে ধস নেমেছিল। প্রবল বর্ষণে আলগা হয়ে যাচ্ছে মাটি। সেই ধসে আস্ত একটা ব্রিজ গুঁড়িয়ে যায়। তাতে ৯ জন পর্যটকের মৃত্যু হয়েছিল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (ভারত) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.