হিজাব পরলে জরিমানার প্রতিশ্রুতি দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থী

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জনসম্মুখে হিজাব পরলে জরিমানার প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রান্সের চরম ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী মেরিন লে পেন।
আজ বৃহস্পতিবার (০৭ এপ্রিল) তিনি এই প্রতিশ্রুতি দেন বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।
আরটিএল রেডিওর সঙ্গে আলাপকালে লে পেন কিভাবে জনসম্মুখে হিজাব পরার জন্য জরিমানা করবেন তা ব্যাখ্যা করেন। 
যেভাবে গাড়িতে সিটবেল্ট পরার ক্ষেত্রে পুলিশ জমিমানা করেন, একইভাবে হিজাব পরার জন্য পুলিশ জরিমানা করবেন বলে জানান তিনি।
এ ব্যাপারে তিনি বলেন, আমার কাছে মনে হচ্ছে পুলিশ এই ব্যবস্থা কার্যকর করতে অনেক বেশি সক্ষম।
প্রথম দফায় ভোটের আগে রোববার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো একটি অপ্রতিরোধ্য অবস্থান  তৈরি করেছিলেন।  তবে লে পেন সেই ব্যবধানটি কমিয়ে এনেছেন। অনেকেই মনে করছে ২৪ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনে তার সত্যিকারের জেতার সুযোগ রয়েছে। ২০১৭ সালের নির্বাচনেও অল্প ব্যবধানে হেরে গিয়েছিলেন লি পেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.