হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা অস্ট্রেলিয়া’র

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: লেবানন ভিত্তিক শিয়া ইসলামপন্থী গোষ্ঠী হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আজ বুধবার (২৪ নভেম্বর) এই ঘোষণা দেয় দেশটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া।
হিজবুল্লাহর পাশাপাশি নাৎসী গোষ্ঠী ‘দ্য বেজ’কেও একই তালিকাভুক্ত করেছে অস্ট্রেলিয়া। ঘোষণা অনুযায়ী যদি কেউ এই দুই দলের সদস্য হিসেবে দোষী সাব্যস্ত হয় তাহলে অভিযুক্তকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কারেন অ্যান্ড্রুস এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘অস্ট্রেলিয়ায় সহিংস উগ্রবাদের কোনো স্থান নেই। ধর্মীয় কিংবা মতাদর্শ কোনো কারণই নিরীহ মানুষ হত্যাকে ন্যায্যতা দিতে পারে না।’
ধারণা করা হয় যে, অস্ট্রেলিয়ায় হিজবুল্লাহ সক্রিয় নেই। যদিও দেশটির কর্তৃপক্ষ বলছে দ্য বেজ সক্রিয়ভাবে সংগঠন তৈরি করতে চাইছে। সংগঠনটির সদস্য সংখ্যা কত সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান স্বরাষ্ট্রমন্ত্রী কারেন অ্যান্ড্রুস। দ্য বেজ অস্ট্রেলিয়া ছাড়াও কানাডা এবং যুক্তরাজ্যেও সন্ত্রাসী তালিকাভুক্ত সংগঠন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.