হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা কাদের খান

বিটিসি নিউজ ডেস্কনিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শরীরে বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা কাদের খান। হাসপাতালে তার শরীরের অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করেছে।

জি নিউজ এর বরাত থেকে জানা গেছে কাদের খানের ছেলে সরফরাজ খান এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাকে কানাডার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি হবার পর থেকেই কথা বন্ধ করে দিয়েছেন কাদের খান। হাসপাতালে তার সঙ্গে রয়েছেন ছেলে সরফরাজ খান ও তার স্ত্রী।

সরফরাজ খান অভিমান করে বলেন, বাবাকে সবাই ভুলে গিয়েছেন। ইন্ডাস্ট্রির কেউ তাকে মনে রাখেননি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.