হালুয়াঘাটে গারো দুই স্কুলছাত্রী ধর্ষণ মামলায় গ্রেফতার-৫

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের হালুয়াঘাটে গারো দুই স্কুলছাত্রী ধর্ষণ মামলার ৯দিন পর পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জানা গেছে, এদের মধ্যে এজাহারভুক্ত আসামী চারজন এবং অপরজন সন্দেহভাজন আসামী।
আজ শনিবার (০৮ জানুয়ারি) সকালে বিটিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ওসি (গোয়েন্দা) শফিকুল ইসলাম।
তিনি জানান, গতকাল শুক্রবার (০৭ জানুয়ারি) রাতে গাজীপুর, হালুয়াঘাট ও তারাকান্দায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও থানা পুলিশ।
এ তথ্য নিশ্চিত করে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি বলেন, জেলা গোয়েন্দা পুলিশ ও হালুয়াঘাট থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এদিকে বাকি আসামীদেরও দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান।
গত ২৭ ডিসেম্বর রাতে হালুয়াঘাটের গাজীরভিটা এলাকায় গায়েহলুদের অনুষ্ঠান শেষে ফেরার পথে দুই স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.