হালদায় গভীর রাতে অভিযান, ৪ হাজার মিটার জব্দ ঘেরাজাল জব্দ

চট্টগ্রাম ব্যুরো: দক্ষিণ এশিয়া মহাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে চার হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান।
গতকাল ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হালদা নদী গড়দুয়ারা, উত্তর মাদার্শার ইউনিয়ন ও পার্শ্ববর্তী উপজেলা রাউজান সীমান্তে অভিযান চালিয়ে ৮ টি অবৈধ ঘেরাজাল জব্দ করেন। যার আয়তন প্রায় ৪ হাজার মিটার।
ইউএনও এবিএম মশিউজ্জামান বলেন, এটা আমাদের নিয়মিত অভিযান।
গতকাল ৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে হালদা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে অবৈধ ঘেরাজাল জব্দ করা হয়েছে। এ অভিযানে সহযোগিতা করেন আইডি এফ কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীগণ এবং হালদা ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যগণ। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই চৌকুশ কর্মকর্তা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.