হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বাংলাদেশ-ভারত’র পানি পরিমাপ শুরু

পাবনা প্রতিনিধি: ৩০ বছরের পানি চুক্তি অনুযায়ী পাবনার পাকশী পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ভারত ও বাংলাদেশ যৌথ নদী কমিশনের প্রতিনিধিরা পানিপ্রবাহের পরিমাপ জরিপ করছেন।
আজ শনিবার (০২ জানুয়ারী) সকাল থেকে আগামী তিন মে পর্যন্ত এই জরিপ কাজ চলবে।
পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও উত্তরাঞ্চলীয় পানি পরিমাপ বিভাগের প্রধান রইজ উদ্দিন জানান, ১৯৯৬ সালে ভারতের সঙ্গে ৩০ বছরের পানি চুক্তি হওয়ার পর থেকেই প্রতি বছরের ০১ জানুয়ারী থেকে ৩১ মে পর্যন্ত পদ্মা নদীর পানিপ্রবাহের পরিমাপ করা হয়। এটা একটা চলমান কাজ।
পানি পরিমাপের সময় ভারতের কেন্দ্রীয় পানি পরিমাপ কমিটির বিভাগীয় প্রধান ভেঙ্কাটপি শারলু-ই, সহকারী পরিচালক নগেন্দ্র কুমার, পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ও ফিল্ড টিম লিডার মোর্শেদুল ইসলাম ও মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি আর কে আকাশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.