হামাসের রকেট হামলায় নিষ্প্রভ আইরন ডোম, পালাচ্ছে ইসরায়েলিরা!

(হামাসের রকেট হামলায় নিষ্প্রভ আইরন ডোম, পালাচ্ছে ইসরায়েলিরা!–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আল-আকসায় টানা তিনদিন ধরে নিরপরাধ ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। গতকাল মঙ্গলবারও (১১ মে) একাধিকবার আক্রমণ চালিয়ে ২৮ জনকে হত্যা করেছে। এরপরই পাল্টা জবাব দেওয়া শুরু করেছে ফিলিস্তিনি স্বাধীনতার সপক্ষের সংগঠন হামাস।
ইসরাইলের অভ্যন্তরে দুই শতাধিকের বেশি রকেট হামলা চালিয়েছে হামাস। এতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিবে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামাসের লাগাতার নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইসরাইলের আইরন ডোম।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রকেট হামলার ঘটনায় ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিওন বন্ধ করে দেয়া হয়েছে। বিমানবন্দরটি তেল আবিবের পাশেই অবস্থিত।

হামাসের বরাত দিয়ে ফিলিস্তিন ইনফরমেশন সেন্টার জানিয়েছেন, গাজা থেকে ইসরাইলের আশদোদ এবং আশকেলন শহরে হামাস ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। মাত্র পাঁচ মিনিটে এই দুই শহরে ১৩৭টি রকেট হামলা চালানো হয়েছে।

ইসরাইলের দুই শহরের বিরুদ্ধে এটি এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা বলে এক বিবৃতিতে দাবি করেছে হামাস। মঙ্গলবার একের পর এক বিস্ফোরণে শহরটিতে বেজেছে সাইরেন সতর্কতা। সাইরেনের শব্দে নিরাপদ আশ্রয়ের খোঁজে ইসরাইলেদের পালাতে দেখা গেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামাসের ছোড়া রকেটের আঘাতে ইসরাইলের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আশকেলন শহরে একটি অ্যাপার্টমেন্ট এবং বেইত নেকোফা এলাকায় একটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ইসরাইলের দক্ষিণাঞ্চলের আশখেলন শহরে দুই নারী নিহত হয়েছেন। এ ছাড়া অনন্ত ১০ আহত হয়েছেন।

অবশ্য ইসরাইলি সেনাবাহিনী বলেছে, গাজা থেকে নিক্ষেপিত অগণিত রকেটের মধ্যে ২০০ রকেটকে ঠেকিয়ে দিয়েছে তাদের আইরন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা। (সূত্র: আল জাজিরা) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.