হামলায় আহত গয়েশ্বরের কার্যালয়ে বিপু

ঢাকা প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট তথা বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়কে সমবেদনা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

একই আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী নসরুল হামিদ।

গতকাল মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তায় নির্বাচনী গণসংযোগকালে হামলায় রক্তাক্ত হন গয়েশ্বর চন্দ্র রায়।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আহত গয়েশ্বরকে দেখতে তার নয়াপল্টনের ব্যক্তিগত কার্যালয়ে যান বিপু।

এ সময় নসরুল হামিদ বলেন, গয়েশ্বরের ওপর হামলার ঘটনায় তিনি মর্মাহত। এ ধরনের ঘটনা কাম্য নয়।

দোষীদের আইনের আওতায় আনার আশ্বাসও দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

গতকাল হামলার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর। এ সময় তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে নানা অভিযোগ করেন।#

আরও খবর, ঘটনা প্রবাহ:কেরানীগঞ্জে গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা, আহত ২০

Comments are closed, but trackbacks and pingbacks are open.