হাবিপ্রবি সাংবাদিক সমিতির আলাপনে আসছেন সুশান্ত পাল

হাবিপ্রবি (দিনাজপুর) প্রতিনিধি: দুই মাসের বেশি অলস সময় অতিবাহিত করছে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর ব্যতিক্রম নন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরাও।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় ভার্চ্যুয়াল আড্ডা দিয়ে সময় অতিবাহিত করতে দেখা যাচ্ছে বিভিন্ন সংগঠনের সদস্যদের। এর ধারাবাহিকতায় হাবিপ্রবি সাংবাদিক সমিতি আয়োজন করছে ব্যতিক্রমধর্মী আয়োজন ” হাবিপ্রবিসাস আলাপন “।
ইতিপূর্বে হাবিপ্রবির প্রশাসনিকভাবে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন শিক্ষক হাবিপ্রবিসাস আলাপনে সংযুক্ত হলেও প্রথমবার যুক্ত হচ্ছেন হাবিপ্রবির বাহিরের অতিথি।
হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি কৃষিবিদ আব্দুল মান্নান ডেইলী বাংলাদেশকে বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ” কিছুক্ষণ আগে আমরা নিশ্চিত হলাম ৩০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রথম স্থান অধিকারী উপকমিশনার বাংলাদেশ কাস্টমস সুশান্ত পাল অনলাইনে হাবিপ্রবিসাসের সাথে যুক্ত হবেন।
আগামী শনিবার (৬ জুন) রাত ৯ টায় হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে তিনি হাবিপ্রবিসাস আলাপনে যুক্ত হবেন বলে সম্মতি জ্ঞাপন করেছেন। যে কেউ চাইলে হাবিপ্রবিসাসের ফেসবুক পেজে এসে তাকে সরাসরি প্রশ্ন করতে পারবেন। ক্যারিয়ারের বিভিন্ন দিক ও করোনা পরিস্থিতির সময় গুলোকে কিভাবে কাজে লাগানো যায় এ বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন সুশান্ত পাল “।
উল্লেখ্য যে, গত ২০১৭ সালের ১৭ নভেম্বর এইচএসটিইউ ক্যারিয়ার ক্লাবের আয়োজনে প্রথমবার হাবিপ্রবিতে এসে প্রশংসা কুড়িয়েছেন তিনি। হাবিপ্রবি সাংবাদিক সমিতির ফেসবুক পেজ থেকে যে কেউ অনুষ্ঠানটি দেখতে পারবেন বলে সংগঠনটি জানায়। অনুষ্ঠানটি সঞ্চলনা করবেন হাবিপ্রবিসাসের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মুবাশ্বির।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হাবিপ্রবি (দিনাজপুর) প্রতিনিধি মোঃ মিরাজুল আল মিশকাত। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.