হাবিপ্রবিতে কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হাবিপ্রবি (দিনাজপুর) প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ২০১৯ সালে যোগদানকৃত নবীন অফিসারদের জন্য “Effective File Management for the Officers of HSTU” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ১০ টায় আইকিউএসি-এর কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহ্‌ মইনুর রহমান। টেকনিক্যাল সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এর ডেপুটি রেজিস্ট্রার জনাব ড. মোঃ নওয়াব আলী।
এ সময় ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার বলেন, “স্বাধীনতার মাসে আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদকে”।
তিনি বলেন,”বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকান্ড সম্পাদনে কর্মকর্তাবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অফিসের বিভিন্ন কাজ সম্পাদনে দক্ষতার কোন বিকল্প নেই। আর দক্ষতা অর্জনে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। দেশ এগিয়ে যাচ্ছে, সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের হাবিপ্রবি। ইফেক্টিভ ফাইল ম্যানেজমেন্ট থেকে বের হয়ে শীঘ্রই আমরা ই-ফাইলিং এর দিকে ধাবিত হবো”।
এ ধরণের প্রশিক্ষণের আয়োজন করার জন্য তিনি আইকিউএসিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হাবিপ্রবি (দিনাজপুর) প্রতিনিধি মোঃ মিরাজুল আল মিশকাত। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.