হাতীবান্ধা সীমান্তে ভারতীদের হামলায় বাংলাদেশী কৃষক আহত

লালমনিরহাট প্রতিনিধি:  লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বোনচুকি সীমান্তে আব্দুর রহমান (৩৬) নামে এক বাংলাদেশী কৃষককে কুপিয়ে রক্তাক্ত করেছেন ভারতীয় কয়েকজন নাগরিক।
 গুরুত্বর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার বোনচুকি সীমান্ত সীমান্তে ৯০৮ নং মেইন পিলারের কাছে এঘটনা ঘটে।
আহত আব্দুর রহমান (৩৬) উপজেলার বোনচুকি গ্রামের করিম উদ্দিনে ছেলে।
বিজিবি জানায়, আজ বুধবার দুপুরে বোনচুকি সীমান্তের ৯০৮ পিলারের কাছে আব্দুর রহমান (৩৬) ধান ক্ষেতে কাজ করতে গেলে পুর্ব শত্রুতার জেরে কয়েক জন ভারতীয় নাগরিক তাকে হামলা করেন।
এসময় তাদের হাতে থাকা হাশুয়া দিয়ে তার মাথায় কোপ দিলে সে ঘটনা স্থালে লুটিয়ে পরে। এর পর পরিবারে লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে এলে চিকিৎধীন থাকার পর তাকে গুরুত্বর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আনারুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বিটিসি নিউজকে বলেন, এ বিষয়ে ভারতীয় বিএসএফকে পতাকা বৈঠকের জন্য পত্র দেওয়া হয়েছে।
এখন পর্যন্ত কোন সারা পাওয়া যায়নি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.