হাতীবান্ধা থেকে ধান কাটতে গেল শতাধিক কৃষি শ্রমিক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসন এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২য় দফায় চট্রগ্রামে ধান কাটার শ্রমিক পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্যবিধি মেনে ২টি নাইট কোচ ও ১টি মাইক্রোবাসে করে ২য় দফায় চট্রগ্রামের রাঙ্গুনিয়ায় শতাধিক শ্রমিক পাঠানো হয়। পাঠানো সকল শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদেরকে করোনা মুক্ত প্রত্যয়ন দেয়া হয়েছে। এ ছাড়াও শ্রমিকদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, পানির বোতল ও শুকনো খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন।
এসময় কৃষি কর্মকর্তা ওমর ফারুক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু সাইদ,সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।
হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক বলেন, কৃষিকে বাঁচাতে সরকারের নির্দেশনা মেনে করোনা পরীক্ষায় এসব শ্রমিকের দেহে করোনা সংক্রোমন না থাকায় ২য় দফায় শতাধিক শ্রমিক ধান কাটতে যাওয়ার সুযোগ পেল।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, কৃষি খাতকে সচল রাখতে সরকারের নির্দেশনা মোতাবেক চট্রগ্রামের রাঙ্গুনিয়ায় ২য় দফায় ধানকাটা শ্রমিক পাঠানো হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.