হাতীবান্ধায় ফেসবুকে পোস্ট নিয়ে ছাত্রলীগ-শিবির তুমুল সংঘর্ষ

লালমনিরহাট প্রতিনিধিঃ  লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নে ফেসবুকে পোস্ট নিয়ে দফায় দফায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সানিয়াজান বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট নিয়ে বুধবার মধ্যরাতে সানিয়াজান ছাত্রলীগের সহ-সভাপতি সম্রাট শাহ আলমের ওপর হামলা চালায় কতিপয় লোকজন।
স্থানীয় ছাত্রলীগের দাবী জামাত-শিবিরের লোকজনের হামলায় ছাত্রলীগ নেতা সম্রাট শাহ আলম আহত হয়েছে।
এ ঘটনার জের ধরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রলীগের নেতা-কর্মীরা সানিয়াজান বাজারে আনিছুর রহমান নামে এক দোকানদারকে জামাত-শিবির সমর্থক দাবী করে তার দোকান বন্ধ করে দেয়ার চেষ্টা করে। এ সময় আনিছুর রহমানের লোকজন বাঁধা দিলে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে সানিয়াজান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিচুর রহমান, যুগ্ম-সম্পাদক চাঁদ মিয়া, সদস্য আতাউর রহমান আহত হয়েছেন।
অপর পক্ষে দোকানদার আনিছুর রহমানও আহত হয়েছেন। আহতরা স্থানীয়দের সহযোগিতায় হাতীবান্ধা হাসপাতালে ভর্তি হয়েছে।
সানিয়াজান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিচুর রহমান বিটিসি নিউজকে জানান, শিবির নেতা আনিছুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের ওপর হামলা চালানো হয়েছে। এ হামলায় তাদের ৪ নেতা-কর্মী আহত হয়েছেন।
সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর বিটিসি নিউজকে জানান, জামাত-শিবির নয়, বরং ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ফেসবুকে পোস্ট নিয়ে সংঘর্ষ হয়েছে।
সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহতও হয়েছেন।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক বিটিসি নিউজকে জানান, বিষয়টি অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.