হাতীবান্ধায় জমি দখলের জেরে সংঘর্ষে আহত ১৫

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় জমি দখলের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরমধ্যে উভয় পক্ষের ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামে এ সংর্ঘষের ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামে আব্দুল হাই ও হবিবর রহমানের মধ্যে উত্তরাধিকার সুত্রে পাওয়া জমি নিয়ে বিবাদ চলছিল।আজ সোমবার সকালে আব্দুল হাইয়ের বাড়ির সামনে থাকা জমি দখলে নিতে যায় হাবিবুর রহমান মাওলানা ও তার ভাড়াটে লোকজন।  এতে বাঁধা দিতে এলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় পাশে থাকা লালমনিরহাট-বুড়িমারী রেলপথের পাথর তুলে একে অপরপক্ষের প্রতি ঢিল ছোঁড়ে। এসময় উভয় পক্ষের ১৫ জন আহত হয়।

আহতরা হলেন, আব্দুল হাই (৬০) রশিদা বেগম (৩৫), সাইফুল (১৮),রবিউল (৩৩),আউয়াল (২৫), আব্দুল মান্নাফ(৫০), আয়নাল হোসেন (৩৫), অপর পক্ষের নুর আমিন (৩০), মাসুদ রানা (২৮), এরশাদ আলম(৩০), সিরাজুল ইসলাম (২০)।

স্থানীয়রা আহতদের উদ্ধার হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর মধ্যে গুরতর আহত আব্দুল হাই , রবিউল ইসলাম, আউয়াল, এরশাদ ও সিরাজুলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সাইফুল বিটিসি নিউজকে জানান, আমাদের দখলে থাকা জমি হবিবর রহমান ও তার ভাড়াটে লোকজন দখেল নিতে এলে এ ঘটনা ঘটে। এতে আমার মা বা ভাই সবাই মেডিকেলে ভর্তি আছেন। তারা আমাদের বাড়ি ভাংচুর করেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক শহিদুল ইসলাম বিটিসি নিউজকে জানান,সংঘর্ষে আহত ৫ জন কে গুরুত্বর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিটিসি নিউজকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট  প্রতিনিধি হাসানুজ্জামান হাসান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.