হাতীবান্ধায় জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি: বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রবাসী কল্যান মন্ত্রণালয় কর্তৃক জনসচেতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (২১ জানুয়ারী) উপজেলা পরিষদ হলরুমে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রতি উপজেলা হতে বছরে গড়ে ১ হাজার জন দক্ষ যুব ও যুব মহিলাদেরকে বিদেশে কর্মসংস্থান করার লক্ষে নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনারে বিস্তারিত আলোচনা করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের লালমনিরহাট জেলার টিটিসি অধ্যাপক মোকছেদুল আলম।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি।
বিশেষ অতিথি ও অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, নির্বাহী অফিসার সামিউল আমিন, এসিল্যান্ড শামিমা সুলতানা, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু, জেসমিন নাহার সহ উপজেলা পরিষদের সদস্য ও সাংবাদিকবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.