হাতীবান্ধার শ্রেষ্ঠ দুই প্রধান শিক্ষক শাপলা ও লেলিন

লালমনিরহাট প্রতিনিধিঃ  লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে মাকসুদা পারভিন শাপলা ও এরশাদ হোসাইন লেলিন এবারে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে দুই সহকারী শিক্ষককেও শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন হাতীবান্ধা উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলায়মান মিঞা।
পাঠদান দক্ষতাসহ অন্যান্য সূচকের ভিত্তিতে এই শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেন তারা। গত ৫ নভেম্বর উপজেলা প্রাথমিক অধিদপ্তর আয়োজিত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই শ্রেষ্ঠত্বের তালিকা প্রকাশ করা হয়।
মাকসুদা পারভিন শাপলা উপজেলার সিংগীমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এরশাদ হোসাইন লেলিন পাইকারটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া দুই সহকারী শিক্ষকরা হলেন-জাওরানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহেনা পারভিন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলায়মান মিঞা বিটিসি নিউজকে বলেন, পাঠদান দক্ষতা, শিক্ষাগত যোগ্যতাসহ শিক্ষা কার্যক্রমে দক্ষতা ও ব্যক্তিগত কৃতিত্বসহ নানা বিষয়ে বিবেচনা করে শ্রেষ্ঠত্বের এই তালিকা প্রকাশ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.