হাতিয়ায় ১২০০ লিটার ডিজেল ও পামওয়েল তেল জব্দ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ১২০০ লিটার ডিজেল ও পামওয়েল তেল জব্দ করেছে কোস্টগার্ড। আজ রবিবার (০৪ সেপ্টেম্বর) ভোর ৬ টার দিকে নলচিরা ঘাট এলাকা থেকে এসব তেল জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শফিউল কিঞ্জল বিটিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অবৈধভাবে ডিজেল ও পামওয়েল পাচারের গোপন সংবাদে কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন হাতিয়ার একটি দল অভিযান চালায়। এ সময় চোরাই ৮০০ লিটার ডিজেল ও ৪০০ লিটার পামওয়েল জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় চোরা কারবারিরা। জব্দকৃত তেল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
ইউএনও মো. সেলিম হোসেন বিটিসি নিউজকে বলেন, এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.