হাতিয়াতে মাক্স পরিধান বাধ্যতামূলক করতে মানবিক মোবাইল কোর্ট পরিচালনা

নোয়াখালী প্রতিনিধি: আজ রবিবার (১৪ মার্চ) বিকেলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে মানবিক মোবাইল কোট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি সজীব কান্তি রুদ্র।
এ সময় ওছখালী বাজার মোড়ে যে সকল মানুষের মুখে মাস্ক নেই তাদের কে মোবাইল কোটের মাধ্যমে সংক্রমণ রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ সালের ২৪ এর ২ দ্বারা মোতাবেক মুখে মাস্ক ব্যবহার না করায় ১০০ টাকা করে ১৬টা মামলাতে মোট ১৭০০ টাকা জরিমানা করা হয় এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন,সহকারী কমিশনার ভূমি। পাশাপাশি মানুষকে সচেতন করেন এবং মাস্ক ব্যবহার করার জন্য সকলকে আহবান জানান।
মাস্ক বিষয়ে মোবাইল কোটের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি সজীব কান্তি রুদ্র। অভিযান চলাকালীন সময় আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিকভাবে সহযোগিতা করেন হাতিয়া থানা পুলিশের একটি টিম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.