হাতিয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যার আসামি ফরিদপুর থেকে গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযুক্ত আসামি মো: মহিউদ্দিনকে (৩৫) ফরিদপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার (২৯ মে) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে রোববার রাতে ফরিদপুরের কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে হাতিয়া থানার পুলিশ।
গ্রেফতার মো: মহিউদ্দিন হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্য মাইজচরা গ্রামের নুরুল ইসলাম চেয়ারম্যান বাড়ির হোসেন আহম্মদের ছেলে।
জানা গেছে, ২০১৭ সালের ২৬ জানুয়ারি দুপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী রোজিনাকে গলা কেটে হত্যা করে স্বামী মহিউদ্দিন। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা আবদুল আলিম ঘটনার পরের দিন হাতিয়া থানায় মহিউদ্দিনকে স্বামীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে গ্রেফতার এড়াতে মহিউদ্দিন পলাতক ছিলেন।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন বিটিসি নিউজকে জানান, গ্রেফতার আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.