নোয়াখালী জেলা প্রতিনিধি:নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। স্থানীয়দের সাহায্যে ৩৩ জনকে উদ্ধার করা গেলেও ৬ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে জেলার হাতিয়ার ভাসান চর থেকে বয়ারচরের করিম বাজার ঘাটের উদ্দেশ্যে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাসান চর থানার ওসি কুতুবুদ্দিন।
তিনি জানান, শনিবার দুপুরে ভাসান চর থেকে একটি ট্রলার ৩৯ থেকে ৪০ জন যাত্রী নিয়ে হাতিয়ার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। কিন্তু বিকেল তিনটার দিকে খবর পাওয়া যায় ট্রলারটি ঘাটের কাছাকাছি গিয়ে ডুবে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন অন্য দুটি ট্রলার নিয়ে ডুবে যাওয়া ট্রলারের লোকজনকে উদ্ধার করেছেন। তবে এখনও কতজন নিখোঁজ রয়েছে তা তিনি সঠিকভাবে বলতে পাচ্ছেন না। তাৎক্ষণিকভাবে বিষয়টি তিনি নৌবাহিনী ও কোস্ট গার্ডকে অবহিত করেছেন।
এ দিকে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, এ পর্যন্ত ৩৯ জন যাত্রীদের মধ্যে ৩৩ জনকে উদ্ধার হয়েছে এখনও ৬ জন নিখোঁজ রয়েছে।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজে অংশ নিতে বিলম্ব হচ্ছে বলে জানান হাতিয়ার নৌ পুলিশ কর্মকর্তা উত্তম সাহা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.