হাটহাজারীতে সপ্তম বারের মত ব্যারিস্টার আনিসের জয়

চট্টগ্রাম ব্যুরো: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে উপজেলা ও সিটিকর্পোরেশন আংশিক ১৪৬ টি ভোট কেন্দ্রের বেসরকারী ভাবে ফলাফল ঘোষনা করা হয়েছে। লাঙ্গল প্রতিকে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ পেয়েছে ৫০৯৭৭ ভোট বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।
প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতিকে শাহজাহান চৌধুরী পেলো ৩৬২৫১ ভোট।বাতিল ভোট ছিলো ১৬০৬ সহ সর্বমোট ভোট সংগ্রহ ৯৭৫৭৮ ভোট।মোট ভোটার , প্রাপ্ত ভোট ২০.৫৫%। সপ্তম বারের মত ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বিজয়ী হয়েছেন।
প্রতিদ্বন্দ্বি অন্যান্য প্রার্থীদের মধ্যে তৃণমূল-বিএনপি থেকে ভিপি নাজিম সোনালী আশঁ মার্কায় ১৪০১ ভোট, স্বতন্ত্র প্রার্থী উত্তর জেলা যুবলীগের সহ-সভাপতি নাসির হায়দার করিম বাবুলের ঈগল প্রতিকে ৪৮০ ভোট, ইসলামিক ফ্রন্টের এডভোকেট সৈয়দ মুক্তার আহমদ সিদ্দিকীর মোমবাতি প্রতীকে ৬৮৪১ ভোট, ইসলামিক ফ্রন্ট হাফেজ আহমদ চেয়ার প্রতিকে ৬৯১ ভোট, সুপ্রিম পার্টির কাজী মহসিন চৌধুরী একতারা প্রতীকে ৮৭২ ভোট, বিএনএফ পার্টির আবু মোহাম্মাদ শামসুদ্দিন টেলিভিশন প্রতিকে পেয়েছেন ৬৫ ভোট।
হাটহাজারী উপজেলার একটি পৌরসভা, ১৪ টি ইউনিয়ন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ ও ২ নং ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-৫ আসনে ১৪৬ কেন্দ্রের ১ হাজার ৬১ কক্ষে ৪ লাখ ৭৫ হাজার ৭শ ১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা ছিল।
কোন ধর‌নের অপ্রী‌তিকর ঘটনা ছাড়া নারী পুরুষ ভোটারগণ সুশৃংখলভাবে লাইনে দাড়িয়ে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন । তবে এই নির্বাচনকে কেন্দ্র করে হাটহাজারী উপজেলায় তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটের আমেজও ছিল উৎসব মুখর। শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন শেষ হয়েছে। তবে সকাল বেলা ভোট কেন্দ্রে ভোটার তেমন উপস্থিতি ছিলনা। ভোটাররা কেন্দ্রে ভোট দিতে যেতে শঙ্কা ছিল। কিন্তু সেটিকে পিছনে ফেলে উৎসব মুখর পরিবেশ ভোট কেন্দ্রে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করেছে।
চট্টগ্রাম ৫ এর ২৮২ সংসদীয় আসনের সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ঘোষিত বেসরকারী ফলাফলে ৪৩৫৭৭ ভোট পেয়ে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টান আনিসুল ইসলাম মাহমুদ সপ্তম বারের মত জয় লাভ করেছে।
র‌বিবার (৭ জানুয়ারী) সকাল ৮টা থেকে উপ‌জেলার ১৪৬ টি ভোট কে‌ন্দ্রে এক‌যো‌গে ভোট গ্রহন শুরু হয়।
সকাল থে‌কে ভোটাররা লাই‌নে দা‌ঁড়ি‌য়ে নিজ নিজ ভোট প্রদান করে। সকা‌ল ৯টা ৩৫ মিনিটের দিকে উত্তর ছাদেক নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে লাঙ্গল প্রতী‌কে নিজ ভোট প্রদান ক‌রেন।প্রতিবা‌রেরমত এবারও ভোট কেন্দ্রে পুরু‌ষের তুলনায় নারীর উপ‌স্থি‌তি বে‌শি দেখা গে‌ছে। তবে সকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতিও বাড়তে থাকে।
ভোট গ্রহনের শুরু থেকে শেষ পর্যন্ত উপজেলার কোথাও কোন ধর‌নের অপ্রী‌তিকর ঘটনা ও অনিয়মের খবর পাওয়া যায়‌নি। বিকাল চারটায় ভোট গ্রহন শেষ হওয়ার পর শুরু হয় ভোট গনানা।
এদিকে সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিকাল ৫টার পর থেকে একের পর এক আসতে শুরু করে বিভিন্ন কেন্দ্রের ফলা ফল।
উপজোলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার সিটি করপোরেশন আংশিক ক্রমান্বয়ে বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষনা করে।
সর্বশেষ মোট ১৪৬ টি কেন্দ্রে প্রাপ্ত ভোটে মোট ৫০৯৭৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে বিজয়ী ঘোষনা করা হয়।
তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী শাহজাহান চৌধুরী কেটলি প্রতিকে ৩৬২৫১ ভোট পেয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. . জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.