হাজী আবদুর রব মিয়া জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচরে হাজী আবদুর রব মিয়া জামে মসজিদদের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ মে) বিকালে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ওয়াপদা গ্রামের তেরিজ পোল এলাকায় মসজিদ মার্কেট সংলগ্ন এই মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. রাসেল উদ্দিনের সঞ্চালনায় সভাপতি ডা. মো. বাহার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মো. আশরাফুল কামাল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি মোহাম্মদ আলী, বিচারপতি আহমেদ সোহেল, জেলা সহকারী পুলিশ সুপার হাতিয়া সার্কেল আমান উল্যাহ, সুবর্ণচর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুর রহমান, চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, চর ওয়াপদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মন্নান ভূঁইয়া, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক ও নিউজ-২৪ এর জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, বিশিষ্ট সমাজ সেবক ইসমাইল মিয়া ও দুলাল উদ্দিন কিরন সহ মসজিদ কমিটির সদস্যগণ, সাংবাদিকবৃন্দ, সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী সহ অন্যানরা।
এ সময় বিচারপতি, সমাজের বিত্তবান ও আগত অতিথিবৃন্দ মসজিদ নির্মাণ কাজ উদ্বোধনের পূর্বে বিভিন্ন পরিমাণে অনুদান দিবেন বলে প্রতিশ্রুতি দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.