হাজি গোলাম উদ্দিন ফাউন্ডেশনের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: হাজি গোলাম উদ্দিন ফাউন্ডেশনের উদ্দ্যোগে গতকাল মঙ্গলবার (১২ জুলাই) দিনব্যাপী নানা কর্মসুচির মধ্য দিয়ে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকালে কুরআন তেলওয়াত ও পরে ফাউন্ডেশনের প্রয়াত সদস্যগনের মাগফেরাত কামনার জন্য কবর জিয়ারত করা হয়। এরপর দুপুরে নগরীর পদ্মাপাড়ের বাতায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি এ্যাডঃ শিরাজী সওকত সালেহিন এলেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন এই ফাউন্ডেশন আমাদের পুর্বপুরুষগন করে গেছেন কাজেই কি করলে এর উন্নয়ন করা যাবে ও যারা কষ্টের ভীতর দিয়ে দিনযাপন করছে তাদের সহয়তা করা যাবে সে বিষয়ে আমাদের সকলকে কাধে কাদ রেখে কাজ করে যেতে হবে যেন তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করা যায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ শহিদুল করিম শিবলী। এছাড়াও ফাউন্ডেশনের অন্যান্য সদস্যগন অনুরুপ বক্তব্য তুলে ধরেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.