হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা পদ্মা সেতু : নৌপ্রতিমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি: পদ্মা সেতু হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা বলে দাবি করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পদ্মা সেতু শুধু বাংলাদেশের মানুষের উন্মাদনা নয়, বিশ্বের কাছে এর উন্মাদনা ছড়িয়ে পড়েছে।
আজ শুক্রবার (২৪ জুন) সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট এবং মাদারীপুরের শিবচরের ইলিয়াস আহম্মেদ চৌধুরী (কাঁঠালবাড়ী) ঘাট পরিদর্শন এবং প্রধানমন্ত্রী কর্তৃক ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নৌযান ও ঘাটের প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, উদ্বোধন ও সমাবেশকে ঘিরে সবধরনের প্রস্তুতি রয়েছে। দক্ষিণাঞ্চলের মানুষ যারা লঞ্চে আসবেন তাদের সুবিধার জন‍্য ২০টির মতো পন্টুনের ব্যবস্থা, চলাচলের পথ এবং অন্য সুযোগ সুবিধা বিআইডব্লিউটিএর পক্ষ থেকে করা হয়েছে।
তিনি আরও বলেন, আগামীকাল শনিবার (২৫ জুন) পদ্মার দুপাড়ে লাখ লাখ লোকের সমাগম হবে। সমগ্র বাংলাদেশের মানুষ এর সঙ্গে যুক্ত হবে। সারাদেশে উৎসবের আমেজ বিরাজ করছে।
২৫ জুন সকালে পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ জুন ভোরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বহুল প্রত্যাশিত এই মেগাস্ট্রাকচার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মুন্সীগঞ্জ প্রতিনিধি মো. সোহেল চৌধুরী সোহেল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.