হাওরে বাঁধ নয়, এখন থেকে উড়ালসড়ক করবো : পরিকল্পনামন্ত্রী

সিলেট ব্যুরো: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমার কাছে স্পষ্ট নির্দেশনা এসেছে, কোনও জলাভূমি বা হাওরে বাঁধ তথা সড়ক নির্মাণ করা হবে না। এখন থেকে আমরা উড়ালসড়ক নির্মাণ করবো। বারবার বাঁধ নির্মাণের চেয়ে ফ্লাইওভার নির্মাণ সহজ এবং সাশ্রয়ী হবে।’
আজ বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় সিলেটের সুবিদ বাজারের একটি কমিউনিটি সেন্টারে সুনামগঞ্জ সমিতি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এম এ মান্নান বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। অতীতে যেসব উন্নয়ন হয়নি তা আওয়ামী লীগ সরকারের আমলে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের প্রতি সবসময় সদয় দৃষ্টি রাখেন বলেই এখানে ব্যাপক উন্নয়ন হচ্ছে, আরও হবে। সেই সঙ্গে সুনামগঞ্জের যেকোনও উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রীকে অ্যাপ্রোচ করা যায়। এ বিষয়ে তিনি আমাকে কখনও ফিরিয়ে দেননি। সুনামগঞ্জের সন্তান হিসেবে আমি গর্বিত।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিলেট ব্যুরো প্রধান মো. জাকিরুল হোসেন জাকির। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.