হাই‌কো‌র্টের জা‌মিন জা‌লিয়া‌তির মামলায় খুলনায় আইনজীবী কারাগা‌রে

খুলনা ব্যু‌রো: উচ্চ আদালত (হাই‌কো‌র্টের) ভুয়া জা‌মিন দা‌খিল ক‌রে আসা‌মি‌কে মুক্ত করার অ‌ভি‌যো‌গের মামলায় খুলনার জজ কো‌র্টের আইনজীবী মোঃ আরাফাত হো‌সেন‌ (৩২)কে কারাগা‌রে প্রেরন করা হ‌য়ে‌ছে। আজ বুধবার (২২ জানুয়া‌রী) খুলনার  মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট মোঃ শাহীদুল ইসলাম এ আদেশ দি‌য়ে‌ছেন।
আদালত সু‌ত্রে জানা গে‌ছে, হাই‌কো‌র্টের ভুয়া জামিন আদেশ দা‌খি‌লের মাধ্য‌মে ২০১৮ সালে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামী রবিউল ইসলামকে জামিনে মুক্ত করেন আইনজীবী আরাফাত ।
পরব‌র্তি‌তে বাদী পক্ষ উচ্চ আদালতের সঠিক কাগজপত্র সং‌শ্লিষ্ট আদাল‌তে উপস্থাপন করলে জালিয়াতির বিষয়ে প্রমান মে‌লে। এঘটনায় খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনা‌লের বিচারক মো. রেজাউল করিম বাদী হয়ে দন্ড‌বি‌ধির ৪২০,৪৬৬,৪৬৮,৪৭১ ধারায় খুলনা থানায় ২০১৮ সা‌লের ২১মার্চ মামলা করেন (নং-৩০)। সিআইডির পুলিশ প‌রিদর্শক মে‌হেদী হাসান মামলায় তদন্ত শেষে ২০১৯সা‌লের ১৩ন‌ভেম্বর আদালতে অভিযোগপত্র দা‌খিল ক‌রেন (নং-৫৬৮)।
চার্জ‌শি‌টে এড. মোঃ আরাফাত হো‌সেন‌ (৩২) ও মোঃ আমজাদ হো‌সেন গাজী ওর‌ফে আমজাদ মহুরী(৪০)‌কে অ‌ভিযুক্ত করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.