বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সামরিক বাহিনীর মেরুদণ্ড এস-৪০০ (S-400) প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। রাশিয়ার তৈরি এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি বিশ্বের সবচেয়ে উন্নত দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে একটি।
শনিবার (১০ মে) ভারতের বিরুদ্ধে অপারেশন ‘বুনিয়ান-উন-মারসুস’ নামে একটি অভিযান শুরু করার পরপরই পাকিস্তানের সেনাবাহিনী আদমপুরে একটি ‘S-400’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ধ্বংস করার ঘোষণা দেয়।
নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, ১.৫ বিলিয়ন ডলার মূল্যের ‘S-400’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটি
জেএফ-১৭ থান্ডার (JF-17 Thunder) বিমান থেকে নিক্ষেপ করা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ধ্বংস করা হয়েছে।
এই সিস্টেমটি বিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরণের আকাশ হুমকি প্রতিহত করার জন্য ডিজাইন করা হয়েছে।
এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় তিনটি উপাদান রয়েছে – ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক, একটি শক্তিশালী রাডার এবং একটি কমান্ড সেন্টার। এটি বিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে আক্রমণ করতে সক্ষম।
এছাড়া ‘S-400’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৬০০ কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং প্রায় সকল আধুনিক যুদ্ধবিমানকে আঘাত করতে পারে।
২০১৮ সালের অক্টোবরে ভারত রাশিয়ার সঙ্গে ৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি সই করে জানায়, তারা পাঁচটি S-400 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনবে। দীর্ঘ পাল্লার ক্ষমতার কারণে ন্যাটো এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে একটি বড় হুমকি হিসেবে দেখে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.