হাইতিতে অপহৃত ৩৮ পণবন্দি মুক্ত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে ৩৮ জন যাত্রীকে অপহরণ করা হয়। এএফপি জানায়, অপহৃত ৩৮ জনের পণবন্দিকে শনিবার ছেড়ে দেওয়া হয়েছে।
একটি গ্যাং কর্তৃক অপহৃত হওয়ার এক দিন পর তাদের মুক্তি দেওয়া হয় বলে একটি পরিবহন ইউনিয়ন জানায়।
হাইতির মালিক ও চালক সমিতি এক টুইটারে জানায়, অপহৃত যাত্রীদের ছেড়ে দেওয়া হয়েছে। এতে আরো বলা হয়, এদের বহনকরা দুটি মিনিবাসও উদ্ধার করা হয়েছে।
তবে অপহরণকারিরা কোন মুক্তিপণ দাবি করেছিল কি-না এবং মুক্তিপণ দেওয়া হয়েছে কি-না তা সমিতির পক্ষ থেকে বলা হয়নি।
শুক্রবার সকালে গ্যাং সদস্যরা ৩৬ যাত্রী ও দুজন চালককে অপহরণ করে নিয়ে যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.