হাইকোর্টের রায়ে টুকু-দুলু প্রার্থিতা ফিরে পেলেন

ঢাকা প্রতিনিধিআজ সোমবার বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল মাহমুদ টুকু ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু হাইকোর্টের রায়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট।

দুলুর আইনজীবী জানান, আদালতের এই রায়ের ফলে আর কোনও বাধা নেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের অংশ নিতে। এর আগে গতকাল রোববার তারা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মনোনয়ন ফিরে পেতে আলাদা রিট করেন। নাটোর-২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সিরাজগঞ্জ থেকে ইকবাল মাহমুদ টুকু নির্বাচনী অংশ নেবেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.