হাঁটু ভাঙা বিএনপি জোট করেছে কোমর ভাঙা বুড়ার সঙ্গে : ওবায়দুল কাদের

 

ঢাকা প্রতিনিধিআজ সোমবার রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হাঁটু ভাঙা দল বিএনপি জোট করেছে কোমর ভাঙা দলের নেতা বুড়ার সঙ্গে। তারা যে ঐক্য করেছে তা দেশের মানুষ গ্রহণ করবে না। তাদের ডাকে জনগণ সাড়া দেবে না। আওয়ামী লীগে ঐক্য থাকলে ৭০ দল ঐক্য করলেও কোনো লাভ হবে না।

তিনি আরও বলেন, মরা গাঙ্গে জোয়ার আসে না। বিএনপি আর কবে আন্দোলন করবে। জনগণ দশ বছর ধরে তাদের আন্দোলনের নমুনা দেখেছে। বিএনপি যে সাত দফা দাবি দিয়েছে তা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের দাবি।

এদিন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, শুধু স্লোগান দিয়ে নমিনেশন পাওয়া যাবে না। চকচকা পোস্টার নমিনেশন দেবে না। জনগণ যাকে দাবি করে তাকেই দল দিবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, অপকর্ম বাদ দিয়ে ভালো হয়ে যান। কেউ অপকর্ম করবেন না, কেউ চাঁদাবাজি করবেন না। আওয়ামী লীগে দখলদার চাঁদাবাজদের জায়গা নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচন সবার জন্য খুবিই চ্যালেঞ্জিং হবে। নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। তবে আওয়ামী লীগে ঐক্য থাকলে কেউ নির্বাচনে পরাজিত করতে পারবে না।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.