হলো না হোয়াইটওয়াশ, শেষ ম্যাচে আফগানদের কাছে হারলো বাংলাদেশ

বিটিসি স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ।
ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৪৬.৫ বল খেলে মাত্র ১৯২ রান করেই অলআউট হয় টাইগাররা। জবাবে আফগানিস্তান তিন উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌছে যায় ৪০.১ ওভার খেলেই। মানে প্রায় দশ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় তারা। 
এদিকে আফগানরা শেষ ম্যাচে জয় তুলে নেওয়ায় বাংলাদেশ এখন সিরিজ জিতল ২-১ ব্যবধানে।
আফগানিস্তানকে এমন সহজ জয় এনে দিতে সবচেয়ে বড় অবদান রাখেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তিনি ১১০ বল খেলে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন রহমত শাহ। তিনি ৬৭ বল খেলে ৪৭ রান করেন। এছাড়া তাদের আরেক ওপেনার রিয়াজ হাসান ৪৯ বল খেলে  ৩৫ রান করেন।
রিয়াজ ও  গুরবাজ উদ্বোধনী জুটিতেই দলকে ৭৯ রান এনে দেন। ফলে তারা পরবর্তীতে খুব সহজ জয় তুলে নেয়।
এদিকে এর আগে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালোই হয়। বাংলাদেশের প্রথম দুটি উইকেটের পতন ঘটে ১০৬ রানে। কিন্তু এরপর ব্যাটিংয়ে ধস নামে তাদের।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৬.৫ ওভারে ১৯২ (তামিম ১১, লিটন ৮৬, সাকিব ৩০, মুশফিক ৭, ইয়াসির ১, মাহমুদউল্লাহ ২৯*, আফিফ ৫, মিরাজ ৬, তাসকিন ০, শরিফুল ৭, মোস্তাফিজ ১; ফারুকি ৭.৫-০-৩৩-১, মুজিব ৮-০-৩৭-০, ওমরজাই ৬-০-২৯-১, নাইব ৫-০-২৫-০, রশিদ ১০-০-৩৭-৩, নবি ১০-০-২৯-২)
আফগানিস্তান: ৪০.১ ওভার ১৯৩/৩ (গুরবাজ ১০৬, রিয়াজ ৩৫, রহমত শাহ ৪৭, হাসমতউল্লাহ ২, নাজিবউল্লাহ ২; সাকিব আল হাসান ১০-০-৪৭-১, মেহেদি হাসান ৮.১-১-৩৭-২)
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল(অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেট রক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আহমতউল্লাহ ওমরযাই, রশিদ খান, মুজিব উর রহমান, গুলবাদিন নাইব ও ফজল ফারুকি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.